মঙ্গলবার, জুন ০৩, ২০১৪

অল্প খরচে ও স্বল্প সময়ে দ্রুত আউটসোর্সিং করার উপযোগী কোর্স করুন

যারা সংক্ষিপ্ত সময়ে এবং কম খরচে (মাত্র ৮,০০০টাকাতে) কোর্স করতে আগ্রহী তাদের জন্য খুব দ্রুত আউটসোর্সিং করার উপযোগী কিছু সংক্ষিপ্ত কোর্স চালু করার সিদ্ধান্ত নিয়েছে এ প্রতিষ্ঠান।


ক্রিয়েটিভ আইটিতে যেকোন প্রফেশনাল কোর্সগুলো ৪মাসের এবং কোর্স ফি ২০,০০০ টাকা। যাদের পক্ষে সময়ের অভাবে কিংবা আর্থিক অস্বচ্ছলতার কারনে ৪ মাসের প্রফেশনাল কোর্স করতে পারবেননা, তাদের জন্যই  দু’মাসের এই সংক্ষিপ্ত কোর্সের অফার।

কোর্সের বিস্তারিতঃ

  • যেকোন কোর্সের মেয়াদকালঃ ২মাস
  • যেকোন কোর্সের ফিঃ ৮,০০০টাকা (২ কিস্তিতে পরিশোধযোগ্য)
  • যেকোন কোর্সের সময়ঃ যেকোন দিন, দুপুর ১২-২টা, দুপুর ২-৪ টা
  • কোর্সটি শুধুমাত্র দুপুরের ব্যাচের জন্য।
  • যেকোন কোর্সের সাথে আউটসোর্সিং কোর্স সম্পূর্ণ ফ্রি এবং কোর্স শেষে আউটসোর্সিংয়ের কাজে কিংবা লোকাল চাকুরী পেতে সবসময় সহযোগিতা করা হবে।
  • যেকোন কোর্সের জন্য ভর্তির শেষ সময়ঃ ৫ জুন’২০১৪

১। ক্রিয়েটিভ আইটিতে ভর্তি হওয়ার পূর্বেএ প্রতিষ্ঠানের সাবেক স্টুডেন্টের অভিজ্ঞতা নিজে পড়ে দেখুন।
২। যারা গ্রাফিকস ডিজাইনকে ক্যারিয়ার হিসেবে বেছে নিতে চান, তাদের জন্য ক্রিয়েটিভ আইটির সাবেক স্টুডেন্টদের মধ্যে সফল রনির একটি বিশেষ লেখা পড়তে পারেন। ক্যারিয়ার বিষয়ে সিদ্ধান্ত নিতে সহজ হবে।
গ্রাফিকস ডিজাইন করে যারা অনলাইনে ক্যারিয়ার গড়তে আগ্রহী, তাদের জন্য এই পোস্ট

কোর্সগুলো নাম

১। লোগো ডিজাইন (ইল্যাস্ট্রেটর)

কোর্স শেষে ক্যারিয়ারঃ লোগো ডিজাইন, বিজনেস কার্ড ডিজাইনের কাজ করে আউটসোর্সিং করতে পারবেন।

২। পিএসডি ওয়েব টেমপ্লেট ডিজাইন (ফটোশপ)

কোর্স শেষে ক্যারিয়ারঃ ওয়েব টেমপ্লেট ডিজাইন, ওয়েবব্যানার ডিজাইন, আইকন ডিজাইনের কাজ করে আউটসোর্সিং করতে পারবেন।

৩। ইমেজ প্রসেসিং (ফটোশপ)

কোর্স শেষে ক্যারিয়ারঃ ইমেজ রিটাচ, ক্লিপিং পাথসহ সকলধরনের ইমেজ প্রসেসিংয়ের কাজ অনলাইনে কিংবা দেশেও চাকুরী করতে পারবেন।

৪। পিএসডি টু এইচটিএমএল (PHOTOSHOP, HTML, CSS, JAVASCRIPT)

কোর্স শেষে ক্যারিয়ারঃ আউটসোর্সিংয়ে ব্যাপক চাহিদা সম্পন্ন রেসপন্সিভ ওয়েব ডিজাইন, পিক্সেল পার্ফেকশন ওয়েবসাইট টেমপ্লেট তৈরির কাজ করে আয় করতে পারবেন।

৬। ওয়ার্ডপ্রেস ও থিম কাস্টমাইজ(html, css, basic php, wordpress)

কোর্স শেষে ক্যারিয়ারঃ ওয়ার্ডপ্রেস দিয়ে যেকোন ওয়েবসাইট তৈরির কাজগুলো অনলাইনে এবং লোকাললি করতে পারবেন।

৭। সোশ্যাল মিডিয়া মার্কেটিং (facebook, google plus, Linkdin, twitter, pinterest, slideshare, youtube)

কোর্স শেষে ক্যারিয়ারঃ অনলাইন মার্কেটপ্লেসগুলোতে সোশ্যালমিডিয়া মার্কেটিংয়ের কাজ এবং অন্য যেকোন ধরনের পণ্যের সোশ্যাল মিডিয়াতে মার্কেটিংয়ের কাজ করতে পারবেন।

৮। ব্লগিং (কীওয়ার্ড রিসার্চ, কম্পিটিটর অ্যানালাইস, আর্টিকেল রাইটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং)

কোর্স শেষে ক্যারিয়ারঃ গেস্ট ব্লগিংয়ের মাধ্যমে আয়, নিজের ব্লগে অ্যাডসেন্স, অ্যাফিলিয়েসন্স, এবং লোকাল বিজ্ঞাপনের মাধ্যমে আয়।

 যোগাযোগ করতে পারেন

citi__logo-500x500
ফোনঃ ০১৯৭৪১৩৪৪২৪, ০১১৯৩০৯৪৫৪৫
স্থানঃ মমতাজ প্লাজা (৫ম তলা )(ল্যাবএইড হাসপাতালের বিপরীত পাশে), বাড়ি# ৭, রোড# ৪, ধানমন্ডি, ঢাকা
ওয়েবসাইটঃ http://www.creativeit-inst.com
ফেসবুক গ্রুপঃ  facebook.com/groups/creativeit/
ফেসবুক পেজঃ  facebook.com/CreativeBangladesh
এটি একটি Sponsored টিউন। এই Sponsored টিউনটির নিবেদন করছে 'ক্রিয়েটিভ আইটি ইন্সটিটিউট'
Sponsored টিউন by Techtunes tAds | advertising@techtunes.com.bd
  • 0Blogger Comment
  • Facebook Comment

Leave your comment

একটি মন্তব্য পোস্ট করুন

hi nice